Breaking

Sunday 24 January 2021

সন্নিহিত কোণ কাকে বলে। সন্নিহিত কোণের বৈশিষ্ট্য। চিত্রসহ বর্ণনা।

 সন্নিহিত কোণ কাকে বলে? সন্নিহিত কোণের বৈশিষ্ট্য ।



উত্তর: যদি কোন দলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোনদ্বয় তাদের সাধারন বাহুর বিপরীত পাশে অবস্থান করে তবে তাদেরকে পরস্পরের সন্নিহিত কোণ বলে। 



আরো দেখুন,



উপরের চিত্রে, A  বিন্দুটিㄥBAC এবং ㄥCAD এর শীর্ষবিন্দু। AC ,ㄥBAC এবংㄥCAD এর সাধারণ বাহু এবং কোনদ্বয় AC বাহুর বিপরীত পাশে অবস্থিত।
সুতরাং,ㄥBAC এবংㄥCAD পরস্পর সন্নিহিত কোণ।


সন্নিহিত কোণের বৈশিষ্ট্য:

  • সন্নিহিত কোণদ্বয়ের শীর্ষবিন্দু একই হবে।
  • কোণদ্বয়ের একটি সাধারণ বাহু থাকবে।
  • সন্নিহিত কোণদ্বয় তাদের সাধারন বাহুর বিপরীত পাশে অবস্থান করবে।

আরো দেখুন,



No comments:

Post a Comment