সম্পূরক কোণের সংজ্ঞা:
উত্তর: দুইটি কোণের যোগফল যদি ১৮০° বা ১ সরলকোণ হয় , তবে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
চিত্র:
ব্যাখ্যা:
উপরের চিত্রে, AOB একটি সরলরেখা । O বিন্দু থেকে OC রশ্মি অংকন করায় ㄥAOC এবংㄥBOC দুটি কোণ উৎপন্ন হয় এবং এই দুইটি কোণ কে যোগ করলে AOB বা এক সরল কোণ বা 180 ডিগ্রি হয় ।
সুতরাং ,ㄥAOC এবং ㄥAOBএকটি অপরটির সম্পূরক কোণ।
সম্পূরক কোণের বৈশিষ্ট্য:
- দুটি পরস্পর সম্পূরক কোণের যোগফল 180° ।
- দুইটি পরস্পর সম্পূরক কোণকে সন্নিহিত কোণ হিসাবে আঁকলে তারা একটি সরল কোণ গঠন করে।
thanks
ReplyDeleteঅহহ
ReplyDeleteঅহহ
ReplyDelete