বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের পরিধি, বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধ নির্ণয়
মনে করি, বৃত্তের ব্যাসার্ধ=r একক
তাহলে বৃত্তের ব্যাস=২r একক
বৃত্তের ক্ষেত্রফল= πr² বর্গএকক
বৃত্তের পরিধি=2πr একক
চিত্রে, O বৃত্তটির কেন্দ্র
কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে।
চিত্রে, OA বৃত্তটির ব্যাসার্ধ।
ব্যাসার্ধের দ্বিগুণ দৈর্ঘ্যকে ব্যাস বলে।
চিত্রে, OA এর দ্বিগুণ দৈর্ঘ্যই হবে ব্যাস। অর্থাৎ ব্যাস=AB ।
বৃত্তের চারপাশের দৈর্ঘ্যকে পরিধি বলে।
No comments:
Post a Comment