সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয়। কোনকের সমগ্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয়।
সিলিন্ডার বা বেলন: একটি আয়তক্ষেত্রের যে কোনো একটি বাহুুুুুুকে স্থির রেখে ঐ বাহুর চতুর্দিকে আয়তক্ষেত্রটিকে ঘোরালে যে ঘনবস্তু তৈরি হয় তাকে সমবৃত্তভূমিক বেলন বা সিলিন্ডার বলে।
*বেলনের ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h হলে,
১. বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল= 2πrh বর্গ একক
২. সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল= 2πr(r+h) বর্গ একক
৩. বেলনের আয়তন=πr²h ঘন একক
কোনক: কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যেকোনো একটি বাহুকে স্থির রেখে ঐ বাহুর চতুর্দিকে ত্রিভুজটিকে ঘুরালে যে ঘনবস্তু তৈরি হয় তাকে সমবৃত্তভূমিক কোনক বলে।
* কোনকের ভূমির ব্যাসার্ধ r, হেলানো উচ্চতা l হলে,
১. কোনকের বক্রতলের ক্ষেত্রফল=πrl বর্গ একক
অথবা,
* কোনকের ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h হলে,
২. কোনকের বক্রতলের ক্ষেত্রফল=πr√(h²+r²) বর্গ একক
৩. কোনকের সমগ্রতলের ক্ষেত্রফল=বক্রতলের ক্ষেত্রফল + ভূমি তলের ক্ষেত্রফল
= πrl + πr²
=πr(r+l) বর্গ একক
৪. কোনকের আয়তন= 1/3πr²h ঘন একক
No comments:
Post a Comment