আয়তাকার ঘনবস্তুর আয়তন, সমগ্রতলের ক্ষেত্রফল এবং কর্ণ নির্ণয় । ঘনকের আয়তন, সমগ্রতলের ক্ষেত্রফল এবং কর্ণ নির্ণয়
১. আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a, প্রস্থ b এবং উচ্চতা c হলে,
*আয়তন= ( দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা) ঘন একক
=abc ঘন একক
আরো দেখুন,
* সমগ্রতলের ক্ষেত্রফল=২(দৈর্ঘ্য×প্রস্থ + প্রস্থ× উচ্চতা + উচ্চতা ×দৈর্ঘ্য ) বর্গ একক
= 2(ab+bc+ca) sq unit
* কর্নের দৈর্ঘ্য= √(a²+b²+c²) একক
ঘনক: আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য , প্রস্থ ও উচ্চতা সমান হলে তাকে ঘনক বলে।
২. ঘনকের দৈর্ঘ্য =প্রস্থ =উচ্চতা=a হলে,
আয়তন= (দৈর্ঘ্য)³ ঘন একক
= a³ ঘন একক
সমগ্রতলের ক্ষেত্রফল=6(দৈর্ঘ্য)² বর্গ একক
=6a² বর্গ একক
ঘনকের কর্ণ=√3×দৈর্ঘ্য একক
=√3 a একক
Thank you
ReplyDeleteWelcome
DeleteThank you.. it's really very helpful
ReplyDelete