অমুলদ সংখ্যা কি?
সংজ্ঞা: যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমুলদ সংখ্যা বলে।
অর্থাৎ, যদি p ও q এবং q≠0 হলে , যেসকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমুলদ সংখ্যা বলে।
অমুলোদ সংখ্যা কোনগুলো?
- যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গমূল বা ঘনমূল বা চতুর্থমূল বা তদুর্ধমূল করলে ফলাফল স্বাভাবিক সংখ্যা হয়না তারা অমুলদ সংখ্যা।
- যেমন-√2, √8, ∛5, ∜4 ইত্যাদি। [বি.দ্র: √4=2,∛8=2, ∜16=2 ইত্যাদি সংখ্যা অমূলদ নয় কেননাা, এদের ফলাফল স্বাভাবিক সংখ্যা]
- দশমিক সংখ্যার দশমিকের পরের ঘর গুলো যদি ভিন্ন ভিন্ন এবং অসীম হয় তবে সংখ্যাটি অমূলদ হবে। যেমন ৫.৩৪৬৪২.......
- গাণিতিক বিশেষ সংখ্যা π , e......ইত্যাদি অমুলদ সংখ্যা
No comments:
Post a Comment