ত্রিভুজের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়। সমবাহু, সমদ্বিবাহু , সমকোণী ও বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়।
১. ত্রিভুজের ক্ষেত্রফল:
১/২×ভূমি ×উচ্চতা
(ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অংকিত লম্ব এর দৈর্ঘ্য কে উচ্চতা বলে)
২. ত্রিভুজের পরিসীমা= তিন বাহুর দৈর্ঘ্যর যোগফল
অর্থাৎ, ত্রিভুজের তিন বাহু যথাক্রমে a,b,c হলে, পরিসীমা =a+b+c একক
৩. সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল=
√৩/৪×এক বাহুর দৈর্ঘ্য^২
অর্থাৎ সমবাহু ত্রিভুজের একটি বাহু a হলে ত্রিভুজের ক্ষেত্রফল=√৩/৪×a^2
৪. সমদ্বিবাহু ত্রিভুজের সমাান বাহুদ্বয়ের দৈর্ঘ্য aএবং তৃতীয় বাহু b হলে ক্ষেত্রফল=
b/4√(4a^2- b^2)
৫. সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল=
১/২× ভূমি×লম্ব
অর্থাৎ সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দ্বয়ের দৈর্ঘ্য a ও bহলে, ক্ষেত্রফল=
১/২×a× b
৬.বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল:
ত্রিভুজের তিন বাহুর a,b,c হলে ক্ষেত্রফল=
✓s(s-a) (s-b)(s-c)
যেখানে s হল অর্ধ পরিসীমা
অর্থাৎ s=(a+b+c)/2
৭. ত্রিভুজের দুই বাহু a,b এবং তাদের অন্তর্ভুক্ত কোন θহলে ক্ষেত্রফল=
১/২ab sinθ
[বি .দ্র: ক্ষেত্রফল বর্গএকক এ হয় ]
No comments:
Post a Comment