Breaking

Thursday 18 November 2021

উপসেট | subset

 উপসেট

যদি A সেটের প্রত্যেক উপাদান  B সেটের উপাদান হয়, তবে A কে B এর উপসেট বলে । একে A ⊆ B দ্বারা প্রকাশ করা হয়।


অর্থাৎ, যদি A একটি সেট হয় , তবে এর একটি করে অথবা সবগুলো উপাদান নিয়ে সেট গঠন করলে সেটি A সেটের উপসেট হবে। 


যেযন, যদি A ={1,2,3} হয় তবে B= {1,2} ,A এর একটি উপসেট । একে A ⊆ B দ্বারা প্রকাশ করা হয়। 



একইভাবে,{1}, {2}, {3}, {1,3}, {2,3}, {1,2,3}, {}  প্রত্যেকটিই A সেটের উপসেট ।



উল্লেখ্য : ফাকা সেট সকল সেটের উপসেট ।


উপসেট নির্ণয়ের সূত্র :  কোন সেটের উপাদান সংখ্যা n হলে উপসেট সংখ্যা হবে 2^n



যেমন, A={1,2,3} সেটের উপাদান সংখ্যা 3 টি ।

সুতরাং A এর উপসেট সংখ্যা হবে = 2³

                                                   = 8 টি 



No comments:

Post a Comment