বিসিএস প্রিলিমিনারি সিলেবাস ।। bcs preliminary syllabus 2022 pdf download
বাংলাদেশ কর্ম কমিশন কর্তৃক নির্ধারিত সিলেবাসে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই সিলেবাস দেখতে নিচের pdf download অপশন এ ক্লিক করুন
এই পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০০ মার্কের ১২০ টি প্রশ্নের উপর। প্রত্যেক প্রশ্নের পূর্ণমান ১ এবং ভুল উত্তর করলে ০.৫ নম্বর কাটা পড়বে। সময় রাখা হয় ২ ঘণ্টা অর্থাৎ ১২০ মিনিট।
পরীক্ষার বিষয় মোট ১০ টি। যথা, বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, দৈনন্দিন বিজ্ঞান, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন, ভূগোল ও পরিবেশ
২০০ মার্কের মধ্যে ১. বাংলা ভাষা ও সাহিত্য - ৩৫
২. ইংরেজি ভাষা ও সাহিত্য - ৩৫
৩। গাণিতিক যুক্তি - ১৫
৪. মানসিক দক্ষতা - ১০
৫. বাংলাদেশ বিষয়াবলী - ৩০
৬. আন্তর্জাতিক বিষয়াবলী - ২০
৭. দৈনিক বিজ্ঞান - -১৫
৮. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি - ১০
৯. নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন - ১০
১০. ভূগোল ও পরিবেশ - ১০
No comments:
Post a Comment