Breaking

Thursday, 7 April 2022

মৌলিক সংখ্যা বের করার নিয়ম। How to find prime numbers

 মৌলিক সংখ্যা নির্ণয়ের পদ্ধতি

ধাপ-1 : কোনো সংখ্যা মৌলিক কিনা তা জানতে প্রথমে ঐ সংখ্যার কাছাকাছি বড় পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে।

যেমন, 89 মৌলিক কিনা তা জানতে আমরা এর কাছাকাছি বড় পূর্ণবর্গ সংখ্যা 100 নিতে পারি।


ধাপ - 2 : পূর্ণবর্গ সংখ্যা বর্গমূল বের করে তার ছোট মৌলিক সংখ্যাগুলো নিতে হবে।



যেমন, 100 এর বর্গমূল 10 এবং এর থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো হলো 2,3,5,7

ধাপ- 3 : উক্ত সংখ্যাগুলো দ্বারা সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য কিনা তা দেখতে হবে। যদি সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য না হয় তবে সেটি মৌলিক সংখ্যা।

যেমন, 89 সংখ্যাটি 2,3,5,7 দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়। সুতরাং 89 সংখ্যাটি মৌলিক সংখ্যা।

No comments:

Post a Comment