একান্তর কোণ ।। Alternate angle
দুইটি সমান্তরাল সরলরেখাকে অন্য একটি সরলরেখা তির্যকভাবে বা বাকাভাবে ছেদ করলে ছেদকরেখার বিপরীত পাশে সমান্তরাল রেখাদ্বয় যেকোণ উৎপন্ন করে তাকে একান্তর কোণ বলে।
চিত্রে, AB ও CD দুইটি সমান্তরাল সরলরেখা । অন্য একটি সরলরেখা PQ সমান্তরাল সরলরেখাদ্বয়কে তির্যক ভাবে E এবং F বিন্দুতে ছেদ করেছে । এখন PQ হলো ছেদক । তাহলে ছেদকের বিপরীত পাশে উৎপন্ন ㄥAEF এবং ㄥDFE কোণদ্বয় পরস্পর একান্তর কোণ।
আবার, ছেদকের বিপরীত পাশে উৎপন্ন ㄥBEF এবং ㄥCFE কোণদ্বয় পরস্পর একান্তর কোণ।
একান্তর কোণের চিত্র :
উপরের চিত্রে AB ॥ CD এবং PQ ছেদক । ㄥAEF = একান্তর ㄥDFE এবং ㄥBEF = একান্তর ㄥCFE
একান্তর কোণের বৈশিষ্ট্য :
- একান্তর কোণদ্বয় ছেদকের বিপরীত পাশে থাকে।
- একান্তর কোণদ্বয় সমান
- সমান্তরাল রেখার ক্ষেত্রে প্রযোজ্য
No comments:
Post a Comment