Breaking

Thursday, 12 May 2022

একান্তর কোণ ।। Alternate angle ।। akantor kon

 একান্তর কোণ ।। Alternate angle


দুইটি সমান্তরাল সরলরেখাকে অন্য একটি সরলরেখা তির্যকভাবে বা বাকাভাবে ছেদ করলে ছেদকরেখার বিপরীত পাশে সমান্তরাল রেখাদ্বয় যেকোণ উৎপন্ন করে তাকে একান্তর কোণ বলে।


চিত্রে, AB ও CD দুইটি সমান্তরাল সরলরেখা । অন্য একটি সরলরেখা PQ সমান্তরাল সরলরেখাদ্বয়কে তির্যক ভাবে  E এবং F বিন্দুতে ছেদ করেছে । এখন PQ হলো ছেদক । তাহলে ছেদকের বিপরীত পাশে ‌উৎপন্ন ㄥAEF এবং ㄥDFE কোণদ্বয় পরস্পর একান্তর কোণ। 

 


আবার, ছেদকের বিপরীত পাশে ‌উৎপন্ন  ㄥBEF এবং ㄥCFE কোণদ্বয় পরস্পর একান্তর কোণ।


একান্তর কোণের চিত্র : 




উপরের চিত্রে AB ॥ CD  এবং PQ ছেদক । ㄥAEF = একান্তর ㄥDFE এবং ㄥBEF = একান্তর ㄥCFE 

একান্তর কোণের বৈশিষ্ট্য : 


  • একান্তর কোণদ্বয় ছেদকের বিপরীত পাশে থাকে।

  • একান্তর কোণদ্বয় সমান

  • সমান্তরাল রেখার ক্ষেত্রে প্রযোজ্য


No comments:

Post a Comment