Breaking

Tuesday 17 May 2022

সরল অংক করার নিয়ম ।। সরলীকরণের অংক

 সরলীকরণের নিয়ম


সরল করার ক্ষেত্রে চিহ্নের নিচের ক্রম অনুসরণ করা হয়ে থাকে : () ➡ {} ➡ [] ➡ এর ➡ ÷ ➡ × ➡ + ➡ -  ।

অর্থাৎ, বন্ধনী ➡ এর ➡ ভাগ ➡ গুন ➡ যোগ ➡ বিয়োগ 



সহজে মনে রাখার জন্য: BODMAS 

যেখানে, B = braket (বন্ধনী) 

O = of (এর)

D = Division (ভাগ)

M = Multiplication (গুন)

A = Addition ( যোগ )

S = Subtraction ( বিয়োগ ) 


উদাহরণ : 





১। -২+(-২)-{-(২)}-২ এর মান কত? ( পরিবার পরিদর্শিকা প্রশিক্ষণার্থী :১০)

ক) -৬ (খ) -৪ (গ) -২ (ঘ) ৪


উত্তর: -৪

ব্যাখ্যা : -২+(-২)-{-(২)}-২ = -২-২-{-২}-২

= -২-২+২-২ = -৪



২ । ১২-৬÷৪+৩ = ? ( মৎস্য অধিদপ্তরের হিসাবরক্ষক : ১৮ )

ক) ১৬ খ) ১৮ গ) ১৪ ঘ) ২০


উত্তর : নেই 

ব্যাখ্যা : ১২ -৬÷৪+৩ = ১২-১.৫+৩ = ১৫-১২.৫=১৩.৫





No comments:

Post a Comment