Breaking

Tuesday 9 August 2022

আমরা রাতে যেসব নক্ষত্র দেখি, তাদের মধ্যে অনেকেই হয়তো বহু বছর আগে লোপ পেয়েছে - বুঝিয়ে লেখ ।। 250

 রাতে যে সব নক্ষত্র আমরা দেখি, তাদের মধ্যে অনেকেই হয়তো বহু বছর আগে লোপ পেয়েছে - ব্যাখ্যা করা হলো :

রাতের আকাশে এমন বহু নক্ষত্র আছে যাদের দূরত্ব পৃথিবী থেকে কয়েক কোটি আলোকবর্ষ। সুতরাং এই বিশাল দূরত্বে থাকা কোন নক্ষত্র হতে আলোকরশ্মি পৃথিবীতে এসে পৌঁছাতে বহু কোটি বছর সময় লাগবে।

 বিশাল দূরত্বের কোনো নক্ষত্র যদি কয়েক যুগ বা কয়েক শতাব্দী আগে ধ্বংস হয়ে থাকে তবে ঐ নক্ষত্র হতে সর্বশেষ নিঃসৃত আলোকরশ্মি বহু কোটি বছর ধরে পৃথিবীতে আসতে থাকবে। 



এজন্য আমরা ঐ নক্ষত্রকে আকাশে দেখতে পাবো যদিও নক্ষত্রটি অনেক পূর্বেই ধ্বংস হয়েছে।

No comments:

Post a Comment