Breaking

Tuesday 9 August 2022

স্বপ্রভ ও নিষ্প্রভ বস্তু কী ? ।। 253

 স্বপ্রভ ও নিষ্প্রভ বস্তু কী?

স্বপ্রভ বস্তু : যে বস্তু নিজেই আলোক বিকিরণ করে তাকে স্বপ্রত বস্তু বলে। যেমন : সূর্য, নক্ষত্র, জ্বলন্ত মোমবাতি ইত্যাদি।

 নিষ্প্রভ বস্তু : যে বস্তু নিজে আলোক বিকিরণ করতে পারে না, স্বপ্নভ বস্তু থেকে পাওয়া আলোয় দৃশ্যমান হয় তাকে নিষ্প্রভ বস্তু বলে। যেমন : চন্দ্র।



No comments:

Post a Comment