Breaking

Thursday 11 August 2022

কালার ফিল্টার কী ? ।। 256

 কালার ফিস্টার

কালার ফিল্টার হচ্ছে এমন একটি নির্দিষ্ট বর্ণের কাচ মাধ্যম, যা আপতিত আলোকে আংশিকভাবে বিশ্লেষণ করতে সক্ষম। 

এই রঙিন কাচ তার নিজস্ব রং ছাড়া আলোক বর্ণালির সকল রঙ শোষণ করে নেয়। ফটোগ্রাফিতে, আলোক যন্ত্রাদিতে এবং আলোক সম্পাত ব্যবস্থায় আলোক বর্ণালি গঠন এবং পরিমাণ নিয়ন্ত্রণে কালার ফিল্টার ব্যবহৃত হয়।




No comments:

Post a Comment