Breaking

Thursday, 1 September 2022

অবতল দর্পণ ও উত্তল দর্পণের ব্যবহার লিখুন ।। 297

 অবতল দর্পণ ও উত্তল দর্পণের ব্যবহার

 অবতল দর্পণের ব্যবহার :

১। কোন বস্তুর বিবর্ধিত বিম্ব তৈরি করতে অবতল দর্পণ ব্যবহার করা হয়। সুবিধাজনক আকৃতির অবতল দর্পণ ব্যবহার করে মুখমণ্ডলের বিবর্ধিত বিম্ব তৈরি করা যায়। ফলে রূপচর্চা ও দাঁড়ি কাটার সময় সুবিধা হয়।





২। স্টিমারের সার্চলাইটে প্রতিফলক হিসেবে অবতল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। 

৩. ডাক্তারগণ নাক, কান, গলা পর্যবেক্ষণের জন্য অবতল দর্পণ ব্যবহার করেন।

৪. নভো দূরবীক্ষন যন্ত্রেও অবতল দর্পণের ব্যবহার দেখা যায়। 



উত্তল দর্পণের ব্যবহার :

 ১। সাধারণত অসদ, সোজা এবং বস্তুর থেকে ছোট বিম্ব গঠনের জন্য উত্তল দর্পণ ব্যবহার করা হয়। ফলে যানবাহন ও পথচারী দেখার জন্য বিভিন্ন গাড়িতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়।

২।  আলোক রশ্মি চারদিকে ছড়িয়ে দেয় বলে মোটর গাড়ির হেডলাইট বা রাস্তার লাইটে প্রতিফলক হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়।

No comments:

Post a Comment