আমরা কাছের জিনিস বড় এবং দূরের জিনিস ছোট দেখার কারণ
কোন বস্তু হতে আলো প্রতিফলিত হলে এবং সেই আলো আমাদের চোখে আসলে আমরা সেই বস্তু দেখি। কোনো বস্তুর দুই প্রান্ত থেকে প্রতিফলিত আলো আমাদের চোখে যে পরিমাণ কোণ উৎপন্ন করে বস্তুটিকে আমরা সে রকম দেখতে পাই।
বস্তুর অবস্থান দূরে হলে বস্তুটি আমাদের চোখে ছোট কোণ উৎপন্ন করে। ফলে বস্তুটিকে আমরা ছোট দেখতে পাই।
অন্যদিকে কাছের বস্তু আমাদের চোখে বড় কোণ উৎপন্ন করে ফলে আমরা বস্তুটিকে বড় দেখি।
No comments:
Post a Comment