Breaking

Thursday, 29 September 2022

উত্তল বা অভিসারি লেন্স দিয়ে সূর্যের আলোতে এক টুকরা কাগজে আগুন ধরানো সম্ভব কি ।। 336

 উত্তল লেন্স দিয়ে সূর্যের আলোতে এক টুকরা কাগজে আগুন ধরানো সম্ভব কি ?



অভিসারি লেন্স দিয়ে সূর্যের আলোতে এক টুকরা কাগজে আগুন ধরানো সম্ভব। কারণ, উত্তল লেন্স প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ রশ্মিকে প্রধান ফোকাসে একত্রিত করে



 তাই সূর্য থেকে আগত আলোক রশ্মি লেন্সের উপর পড়লে লেন্স ঐ আলোকরশ্মি এক টুকরা কাগজের উপর কেন্দ্রীভূত করে আলোক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে। ফলে কাগজে আগুন ধরে যায়।


প্রিয় পাঠক আপনার কোন প্রশ্নের জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং পোস্টটি কেমন লেগেছে সেটিও জানাতে পারেন। যদি সাইটটি ভালো লাগে তবে Follow করে রাখতে পারেন।

No comments:

Post a Comment