Breaking

Wednesday 5 October 2022

চাকরির প্রস্তুতি : পর্ব - 1

১। নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ ?

ক) জেলেনী 

খ) পেত্নী 

গ) বাদী 

ঘ) সভানেত্রী 

উত্তর: নিচে


২। নিচের কোনটি 'পর্বত ' এর সমর্থক শব্দ নয় ? 

ক) ভূধর 

খ) অবনী 

গ) অদ্রি 

ঘ) অচল 


৩। নিচের কোন বানানগুচ্ছ সঠিক ?

ক)   মূহুর্মুহু, ব্যাতয়, মৃত্যুত্তীর্ণ

খ) মুহূর্মুহু, ব্যত্যয়, মৃত্যুত্তীর্ন

গ) মুহুর্মুহু, ব্যত্যয়, মৃত্যুত্তীর্ণ

ঘ) মুহুর্মুহু, ব্যাত্যয়, মৃত্যুত্তীর্ন


8।শুদ্ধ বানান কোনটি?

ক) আনুস্বাঙ্গিক

খ) আনুষঙ্গিক

গ)গআনুষাঙ্গিক

ঘ) আনুসাঙ্গিক


৫। বাংলা সাহিত্যে চলিত রীতি প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা?

ক) সংবাদ প্রভাকর

খ) বঙ্গদর্শন

গ) সবুজপত্র

ঘ) কালি ও কলম 



৬। "কাননে কুসুমকলি সকলি ফুটিল'- বাক্যে 'কুসুমকলি' কোন কারকে কোন বিভক্তি?

ক) অপাদানে প্রথমা

খ) কর্তায় শূন্য

গ) কর্মে শূন্য

ঘ) অধিকরণে শূন্য


৭। দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয়-

ক) অভিশ্রুতি

খ) অপিনিহিতি

 গ) স্বরসঙ্গতি 

ঘ)  সম্প্রকর্ষ 


৮। 'চর্যাপদ' কোন ছন্দে লেখা?

ক) মাত্রাবৃত্ত

গ) অমিত্রাক্ষর ছন্দ

খ) স্বরবৃত্ত

ঘ) অক্ষরবৃত্ত 




৯। মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি ? 

ক) দোযখের ওম 

খ) নেকড়ে অরন্য 

গ) পিঙ্গল আকাশ 

ঘ) পলাশী ব্যারাক 


১০ । কোনটি খাঁটি বাংলা শব্দ? 

ক) চাকু 

খ) ঢেকি 

গ) জোছনা 

ঘ) চামার 


উত্তরমালা : ১। ক  , ২। খ, ৩। গ, ৪। খ, ৫। গ, ৬। গ, ৭। ঘ, ৮। ক, ৯। খ, ১০। ঘ

*** প্রিয় পাঠক আপনার কোন প্রশ্নের জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং পোস্টটি কেমন লেগেছে সেটিও জানাতে পারেন। যদি সাইটটি ভালো লাগে তবে Follow & Share করে রাখতে পারেন।


Tags : চাকরির প্রস্তুতি পর্ব-1, চাকরির প্রস্তুতি mcq, চাকরির প্রস্তুতি মডল টেস্ট, বিসিএস প্রস্তুতি, সরকারি চাকরির প্রস্তুতি, খাদ্য অধিদপ্তরে সহকারী উপ খাদ্য পরিদর্শক পরীক্ষার প্রশ্ন ও উত্তর

No comments:

Post a Comment