আলোর বিচ্ছুরণ
কোন মাধ্যমে প্রতিসরণের ফলে যৌগিক আলো থেকে মূল বর্ণের আলো পাওয়ার পদ্ধতিকে আলোর বিচ্ছুরণ বলে। ১৬৬৬ সালে স্যার আইজ্যাক নিউটন আলোকের বিচ্ছুরণ, বর্ণ এবং বর্ণালির উপর তত্ত্ব প্রদান করেন এবং বলেন, সাদা আলোর প্রকৃতি যৌগিক ।
সাদা আলোক রশ্মি প্রিজমের মধ্য দিয় প্রতিসরণের ফলে সাতটি মূল বর্ণের আলোকে বিভক্ত হওয়াকে আলোর বিচ্ছুরণ (Dispersion of light) বলে। যে মাধ্যম এ ধরনের বিশ্লেষণ ঘটায়, তাকে বিচ্ছুরক মাধ্যম (dispersive medium) বলে।
সাদা আলোর বিচ্ছুরণে সাতটি বর্ণ পাওয়া যায়- বেগুনি, নীল আসমানি, সবুজ, হলুন, কমলা ও লাল। এগুলোর মধ্যে লাল রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম এবং বেগুনি রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি। হলুদ রঙের আলোর বিচ্যুতি মাঝামাঝি বলে একে মধ্যরশ্মি বলে।
Tags: আলোর বিচ্ছুরণ কাকে বলে, আলোর বিচ্ছুরণ কে আবিষ্কার করেন, কোন আলোর বিচ্ছুরণ বেশি, কোন আলোর বিচ্যুতি সবচেয়ে কম, কোন আলোর বিচ্যুতি বেশি
No comments:
Post a Comment