কোণ কাকে বলে?
উত্তর: যখন একই সমতলে দুইটি রশ্মি কোনো সাধারণ বিন্দুতে মিলিত হয় তখন ঐ সাধারণ বিন্দুতে কোণ উৎপন্ন হয়।
অর্থাৎ- একই সমতলে একই প্রান্তবিশিষ্ট দুইটি রশ্মি যে জ্যামিতিক আকৃতি ধারণ করে তাকে কোণ বলে।
কোণ উৎপন্নকারী রশ্মি দুইটিকে ঐ কোণের বাহু এবং সাধারণ বিন্দুকে ঐ কোণের শীর্ষ বিন্দু বলা হয়।কোণকে ㄥ প্রতীক দ্বারা প্রকাশ করা হয়।
যেমন-AB এবং AC রশ্মি দুইটি সাধারণ বিন্দু A। ফলে,AB ,AC কোণের বাহু এবং A হচ্ছে শীর্ষ বিন্দু এবং কোণটিকে ㄥBAC বা ㄥB লিখে প্রকাশ করা হয়।
উল্লেখ্য যে,কোণকে প্রকাশ করার ক্ষেত্রে যে বিন্দুতে কোণ উৎপন্ন হয় শুধু তাকে অথবা তিন অক্ষর দিয়ে লিখলে ঐ অক্ষরকে মাঝখানে লিখতে হবে।
No comments:
Post a Comment