সহমৌলিক সংখ্যা কি?
উত্তর: দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুননীয়ক যদি ১ হয় তবে তাদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলে।
যেমন-৮ এবং ১৫ পরস্পর সহমৌলিক সংখ্যা।কেননা,৮ এর গুননীয়ক গুলো হলো:১,২,৪,৮।
অপরদিকে,১৫ এর গুননীয়ক গুলো হলো:১,৩,৫,১৫।
এখানে ৮ ও ১৫ সংখ্যা দুটির সাধারণ গুননীয়ক ১। সুতরাং ৮ ,১৫ পরস্পর সহমৌলিক সংখ্যা।
No comments:
Post a Comment