MCQ solution
১। রেখার কয়টি প্রান্ত বিন্দু আছে?
ক. দুটি
খ. একটি
গ. কোন প্রান্ত বিন্দু নেই
ঘ. উপরের একটিও নয়
২।দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরল রেখার সংখ্যা হবে কয়টি?
ক. একটি
খ. দুইটি
গ. তিনটি
ঘ. অসংখ্য
৩। তলের মাত্রা কয়টি?
ক. ২টি
খ.৩টি
গ.৬টি
ঘ.৪টি
৪। বিন্দু কত মাত্রিক?
ক. শূন্য
খ. এক
গ. দুই
ঘ.তিন
৫। যে দুটি মাত্রা দ্বারা তল সৃষ্টি হয় সেগুলোর নাম কি?
ক. দৈর্ঘ্য ও ভর
খ. প্রস্থ ও ভর
গ. দৈর্ঘ্য ও প্রস্থ
ঘ. উচ্চতা ও ঘনত্ব
উত্তর:
১।গ
ব্যাখ্যা, বিন্দু চলার পথকে রেখা বলে। অর্থাৎ পথ অভিরাম। তাই রেখার কোন প্রান্ত বিন্দু থাকে না।
২ ।ক
ব্যাখ্যা: ইউক্লিডীয় স্বতঃসিদ্ধ হতে দুইটি বিন্দুর মধ্যদিয়ে একটি মাত্র সরলরেখা আঁকা যায়।
৩।ক
ব্যাখ্যা: যার দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই তাকে তল বলে। অর্থাৎ, তলের মাত্রা দুইটি। যথা,
দৈর্ঘ্য ও প্রস্থ।
৪ ।ক
ব্যাখ্যা: যার দৈর্ঘ্য ,প্রস্থ ও উচ্চতা নেই শুধু অবস্থান আছে তাকে বিন্দু বলে । সুতরাং, বিন্দু শূন্য মাত্রিক।
৫।গ
ব্যাখ্যা: 3 নং এর ব্যাখ্যা দেখুন।
No comments:
Post a Comment