Breaking

Tuesday 26 January 2021

পূরক কোণ কাকে বলে। পূরক কোণের বৈশিষ্ট্য। পূরক কোণের চিত্র ।কোণের মান কত?

 পূরক কোণের সংজ্ঞা:

দুইটি কোণের যোগফল ৯০° হলে ,একটিকে অপরটির পূরক কোণ বলে।

পূরক কোণের চিত্র:



ব্যাখ্যা: 


উপরের চিত্রে ㄥAOB এক সমকোণ বা ৯০° । OC বাহু সমকোণের বাহু দেয় এর মধ্যে অবস্থিত।
ফলেㄥAOB দুই ভাগে অর্থাৎ,ㄥAOC এবংㄥBOC তে বিভক্ত হয়েছে।



সুতরাং ㄥAOC এবং ㄥBOC কোণ দুটিকে যোগ করলে তা এক সমকোণ বা ৯০° হবে।
এক্ষেত্রে ㄥAOC এবংㄥBOC একটি অপরটির পূরক কোণ।

পূরক কোণের বৈশিষ্ট্য:

  • দুইটি কোণের যোগফল 90° হবে।
  • দুটি পূরক কোণ কে সন্নিহিত কোণ রূপে প্রকাশ করলে তা সমকোণ বা ৯০° হবে।



No comments:

Post a Comment