ভগ্নাংশ ছোট বড় নির্ণয়:
ভগ্নাংশের ছোট বড় নির্ণয় এর জন্য দুটি নিয়ম জানতে হবে। যথা-
১। যদি দুটি ভগ্নাংশের হর সমান হয় তবে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশ বড় হবে।
যেমন-৪/৭ এবং৬/৭ এরমধ্যে হর সমান হলেও ৬/৭ ভগ্নাংশের লব বড় ।তাই ৬/৭>৪/৭ বড় হবে।
২। যদি দুটি ভগ্নাংশের হর সমান না হয় তবে ১ম ভগ্নাংশের হর দ্বারা ২য় ভগ্নাংশের লব এবং হর কে এবং ২য় ভগ্নাংশের হর দ্বারা ১ম ভগ্নাংশের লব এবং হরকে গুণ করতে হবে। এক্ষেত্রে যার লব বড় হবে সেই ভগ্নাংশটি বড় হবে।
যেমন-৫/৮ এবং ৬/৯ এর ক্ষেত্রে,
* ১ম ভগ্নাংশের লব হবে=৫×৯=৪৫
*২য় ভগ্নাংশের লব হবে=৬×৮=৪৮
সুতরাং, ৬/৯>৫/৮ হবে
[বি.দ্র: যেহেতু উভয় ভগ্নাংশে হর সমন হয়ে যায় সেহেতু শুধু লব বিবেচনা করলেই হবে।]
tnx
ReplyDeleteTnanks Brother
ReplyDeleteবড় করে না ছোট করে
ReplyDelete