Breaking

Monday, 18 January 2021

বাস্তব সংখ্যা-Real number-bastob number

বাস্তব সংখ্যা





বাস্তব সংখ্যা বিষয়ক ধারণা


  • শূন্য,সকল ধনাত্মক সংখ্যা এবং সকল ঋণাত্মক সংখ্যা কে বাস্তব সংখ্যা বলা হয়।


  • প্রত্যেক মূলদ বা অমূলদ সংখ্যাই এক একটি বাস্তব সংখ্যা।

  • বাস্তব সংখ্যা কে সংখ্যারেখায় প্রকাশ করা যায়।


  • বাস্তব সংখ্যা কে R দ্বারা প্রকাশ করা হয়।

  • যেমন- ০ , ৪ , -৩ , ৪/৫ , -৩/৪ , √৩ , ১.৩৩ , ২.২° ,π ইত্যাদি বাস্তব সংখ্যা।

No comments:

Post a Comment