মূলদ সংখ্যা:
সংজ্ঞা: যে সকল সংখ্যা কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে।
অর্থাৎ p ও q দুটি পূর্নসংখ্যাা এবং q≠0
হলে, p/q আকারের সংখ্যা কে মূলদ সংখ্যা বলে।
মূলদ সংখ্যা কোনগুলো ?
- শূন্য , সকল স্বাভাবিক সংখ্যা , পূর্ণ সংখ্যা ,সকল ভগ্নাংশ মূলদ সংখ্যা। যেমন-০ ,২,-৬,-১০,৫/৬ ইত্যাদি।
- যে সকল সংখ্যা কে বগমূল (√)করলে স্বাভাবিক সংখ্যা পাওয়া যায় তারা মূলদ সংখ্যা।যেমন-√৯=৩ , √৪=২ ইত্যাদি।
- যদি কোন দশমিক সংখ্যার দশমিক এর পরের অংশের শেষ থাকে তবে তারা মূলদ সংখ্যা।যেমন-১.২ , ২.৩৪৬৪ ইত্যাদি।
- সকল পৌনঃপুনিক সংখ্যা মূলদ।যেমন-১.৫° ,২.৬°৭° , ১.৩৩৩........ ইত্যাদি।
valo
ReplyDelete