Breaking

Monday 29 March 2021

একটি ট্রেন ঘন্টায় ৪৮ কি.মি. বেগে চলে ২২০ মি. প্লাটফর্ম ৩০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? Solve math related to trains

 ট্রেন সম্পর্কিত অংকের সমাধান







১। একটি ট্রেন ঘন্টায় ৪৮ কি.মি. বেগে চলে ২২০ মি. প্লাটফর্ম ৩০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
১ ঘন্টা =৬০×৬০=৩৬০০০ সেকেন্ড
৪৮কিমি=৪৮×১০০০=৪৮০০০মি.


৩৬০০ সেকেন্ডে যায় ৪৮০০০ মি.
১            "          "    ৪৮০০০ মি.
                                ৩৬০০

৩০        "            "     ৪৮০০০×৩০
                                     ৩৬০০
    
                                  =৪০০ মি.



এখন,

ট্রেনটির দৈর্ঘ্য + প্লাটফর্মের দৈর্ঘ্য=৪০০ মি.

বা, ট্রেনটির দৈর্ঘ্য+ ২২০মি. =৪০০মি.

বা, ট্রেনটির দৈর্ঘ্য=৪০০ - ২২০ মি.
                          =১৮০ মিটার

উত্তর:১৮০ মিটার।



২। একটি ট্রেন ঘন্টায় ৮৪ কি. মি. বেগে চলে। ট্রেনটি ৮০০ মি. দীর্ঘ একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
        ১ঘন্টা=৬০ মিনিট
        ৮৪ কিমি=৮৪×১০০০=৮৪০০০মি.



৬০ মিনিটে যায় ৮৪০০০ মি.

১      "          "    ৮৪০০০ মি.
                             ৬০
                      =১৪০০ মি.




এখন,
ট্রেনের দৈর্ঘ্য + প্লাটফর্মের দৈর্ঘ্য=১৪০০ মি.

বা, ট্রেনের দৈর্ঘ্য+৮০০মি.=১৪০০ মি.

বা, ট্রেনের দৈর্ঘ্য=১৪০০-৮০০ মি. 
                        =৬০০ মি.

উত্তর: ৬০০ মিটার।



৩। একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ১০০ মিটার। ১৫০ মিটার লম্বা একটা ট্রেনকে ঐ প্লাটফর্ম অতিক্রম করতে কতো মিটার অতিক্রম করতে হবে?

সমাধান:
ট্রেনটিকে অতিক্রম করতে হবে=প্লাটফর্মের দৈর্ঘ্য+ট্রেনের দৈর্ঘ্য
          =১০০+১৫০ মিটার
          =২৫০ মিটার

উত্তর:২৫০০ মিটার।




৪। ঘন্টায় ৬০ কি.মি. বেগে চলা ১০০ মিটার লম্বা একটি ট্রেন ৩০০ মিটার লম্বা একটি প্লাটফর্ম অতিক্রম করতে কতো সময় লাগবে?

সমাধান:
আমরা জানি,
১ ঘন্টা=৩৬০০ সেকেন্ড
৬০ কি মি = ৬০×১০০০= ৬০০০০ মিটার


মোট অতিক্রান্ত দূরত্ব=১০০+৩০০=৪০০ মি.

৬০০০০ মিটার যায় ৩৬০০ সেকেন্ডে

১           "        "  ৩৬০০   সেকেন্ডে
                                ৬০০০০

৪০০         "        "৩৬০০×৪০০ সেকেন্ডে
                             ৬০০০০
        
                       =২৪ সেকেন্ডে

উত্তর: ২৪ সেকেন্ড।

No comments:

Post a Comment