Breaking

Tuesday 6 April 2021

একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘন্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার ভ্রমণে প্রতি ঘন্টার গড় গতিবেগ কত। Velocity related math problem solve

 গতিবেগ নির্ণয়






১। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিলোমিটার । ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭ টায় গিয়ে বিকাল ৩ টায় চট্টগ্রামে পৌঁছে । ট্রেনটির গড় গতিবেগ ঘন্টায় কত ছিল?

সমাধান:
ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সময় লাগে = বিকাল ৩ টা -  সকাল ৭ টা = ৮ ঘন্টা


আমরা জানি,
গড় গতিবেগ = মোট দূরত্ব 
                        মোট সময়

                    = ৩০০ কিমি/ঘন্টা
                         ৮

                    = ৩৭.৫ "
উত্তর: ৩৭.৪ কিমি/ঘন্টা


২। ঢাকা ও চট্টগ্রাম এই দুই রেল স্টেশন থেকে প্রতি ঘন্টায় একটি ট্রেন স্টেশন হতে অন্য স্টেশনের দিকে যাত্রা করে।  সবগুলোই সমান গতিতে চলে এবং গন্তব্য স্থানে পৌঁছাতে প্রত্যেকটি ট্রেনের ৫ ঘন্টা সময় লাগে । এক স্টেশন থেকে যাত্রা করে অন্য স্টেশনে পৌঁছানো পর্যন্ত একটি ট্রেন কয়টা ট্রেনের সাক্ষাৎ পাবে?

সমাধান:
এক স্টেশন থেকে যাত্রা করে যখন অন্য স্টেশনে পৌঁছায় তখন প্রতি ঘন্টায় একটি ট্রেন পাঁচটি ট্রেনে দেখা পাবে এবং পথে আগে থেকেই পাঁচটি ট্রেন ছিল।



সুতরাং, ট্রেনের সংখ্যা=( ৫+৫) টি
        
                                  =১০ টি
উঃ ১০ টি




৩। একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘন্টায় ৫ কিলোমিটার যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার ভ্রমণে প্রতি ঘন্টার গড় গতিবেগ কত ছিল?

সমাধান:
মোট অতিক্রান্ত দূরত্ব = ৫+৫=১০ মাইল
মোট সময় = ২+৪=৬ ঘন্টা



আমরা জানি,
        গড় গতিবেগ=মোট দূরত্ব। 
                              মোট সময়

                        =১০/৬

                         =৫/৩ মাইল/ ঘন্টা

উত্তর:৫/৬ মাইল/ ঘন্টা

   
                         

No comments:

Post a Comment