Breaking

Sunday, 11 April 2021

ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণ নির্ণয় | watch related problem solve

 ঘড়ি সম্পর্কিত কিছু সমস্যার সমাধান।





১। দেয়াল ঘড়িতে সন্ধ্যা ৬ টা বাজে। ঘন্টা ও মিনিটের কাটার মধ্যকার কোণটি কত ডিগ্রী?

সমাধান:
এখানে
সময় ৬ টা অর্থাৎ ঘন্টা=৬ এবং মিনিট= ০০


মধ্যবর্তী কোণ,θ =|১১×মিনিট - ৬০×ঘন্টা |
                                           ২

                       =|১১×০০ - ৬০×৬   |
                                      ২

                        = |-৩৬০ |
                                ২
                         =১৮০°

উত্তর:১৮০°
[বি.দ্র. || চিহ্নকে মডুলাস বা পরমমান বলে,,, এক্ষেত্রে মান সবসময় ধনাত্মক (+) হয়]



২। একটি ঘড়িতে ৬ টার ঘণ্টাধ্বনি ঠিক ৬ টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে । ঐ ঘড়িতে ১২ টার ঘণ্টাধ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগবে ? [ঘন্টার ধ্বনি সমান সময় ব্যবধানে বাজে]


সমাধান:
৬ টার সময় ঘণ্টাধ্বনি  ৬ বার বাজে 
কেননা, ১ম ধ্বনি(১সে.) >২য় ধ্বনি(১সে)> তৃতীয় ধ্বনি (১সে.)>চতুর্থ ধ্বনি (১ সে.)>পঞ্চম ধ্বনি (১সে)>ষষ্ঠ ধ্বনি


১২ টার সময় ঘন্টা ধ্বনি ১২ বার বাজে
১ম ধ্বনি হতে ১২ তম পর্যন্ত বাজতে মোট সময় লাগবে ১১ সেকেন্ড।


No comments:

Post a Comment