Breaking

Friday, 1 October 2021

37th BCS math question solution part-1 । ৩৭ তম বিসিএস গণিত সমাধান । বিসিএস ম্যাথ

37th BCS math




১। 261 টি আম তিন ভাই এর মধ্যে 1/3 : 1/5 : 1/9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে ?
উত্তর: 135

ব্যাখ্যা: হর গুলোর লসাগু =45
ভাইদের মধ্যে আম গুলোর অনুপাত=1/3 : 1/5 : 1/9

=(1/3×45) : (1/5×45) : (1/9×45)
=15 : 9 : 5

অনুপাতের রাশিগুলোর যোগফল= (15+9+5)
                                         =29

প্রথম ভাই পাবে = (261 এর 15/29) টি
                         =135 টি




২। 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের ওপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে ?

উত্তর: 9.2%

১ম ক্ষেত্রে, মুনাফা I=pnr
                              =(3000 ×1× 10)/100
                               =300 টাকা
২ "      "     I= (2000×1×8)/100
                  = 160 টাকা
মোট মূলধন=3000+2000
                   =5000
মোট মুনাফা=460
মোট মূলধনের ওপর মুনাফার হার={(460×100)/5000}%
=9.2%



৩ । 100 টাকায় 10টি ডিম কিনে 100টাকায় 8 টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে ?

উত্তর: 25%

ব্যাখ্যা: 
1টি ডিমের ক্রয় মূল্য =100/10 টাকা 
=10 টাকা

1 টি ডিমের বিক্রয় মূল্য=100/8=12.5 টাকা

লাভের পরিমাণ=12.5-10 = 2.5 টাকা

শতকরা লাভ =(2.5/10)×100 =25%



৪। x^2 - 3x+1=0 হলে (x^2-1/x^2) এর মান_

উত্তর:3√5

ব্যাখ্যা: 





। x²-5x+6<0 হলে  কোন অসমতাটি সত্য হবে?

উত্তর:2<x<3

ব্যাখ্যা:x-5x+6<0
 বা, x-3x-2x+6<0
বা, x(x-3)-2(x-3)<0
বা, (x-3)(x-2)<0 


(x-3) এবং (x-2) এর মধ্যে যেকোনো একটি ঋনাত্নক (-) হবে। কারণ দুটি রাশির গুণফল শূন্য থেকে ছোট হলে তাদের মধ্যে যেকোনো একটি ( -) হবে।

সুতরাং, -(x-2)<0
            বা, x-2>0
           বা,  x>2

           এবং x-3<0
           বা, x<3
অর্থাৎ, 2<x<3

No comments:

Post a Comment