ধ্বনি
ভাষার মূল উপাদান ধ্বনি । ধ্বনি সমষ্টি নিয়ে ভাষার সূত্রপাত । মানুষ সামাজিক জীব । সমাজে চলতে গিয়ে মানুষে মানুষে নানা সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটে নানা শব্দ বা আওয়াজ এর মাধ্যমে । এই শব্দ ও আওয়াজ যখন অর্থবোধক আকারে প্রকাশ পায় তখনই তার রূপ নেয়।
ধ্বনি উচ্চারণে মানব শরীরের যেসব অঙ্গ- প্রতঙ্গ জড়িত সেগুলো কে একত্রে ভালো বাগযন্ত্র বলে। যেমন, কন্ঠনালী, মুখবিবর , জিব্বা , আলা জিব্বা, কোমল তালু, শক্ত তালু, দাঁত, মাড়ি, চোয়াল, ঠোট, নাক, মধ্যচ্ছদা, ফুসফুস, স্বরযন্ত্র, শ্বাসনালী ইত্যাদি।
স্বরযন্ত্র মানবদেহে শব্দ উৎপন্ন করে।
No comments:
Post a Comment