Breaking

Wednesday 23 March 2022

বৃত্তচাপ ।। উপচাপ।। অধিচাপ ।। Arc

 বৃত্তচাপ (Arc) :

বৃত্তের পরিধির যে কোন অংশকে বৃত্তচাপ বলে। যেমন চিত্রে AB পরিধির একটি অংশ । সুতরাং AB বৃত্তটির একটি বৃত্ত চাপ।





উপচাপ:

বৃত্তের পরিধির অর্ধেক অংশের চেয়ে ছোট চাপকে উপচাপ বলে। চিত্রে AB একটি উপচাপ ।। কেননা AB চাপটি পরিধির অর্ধেক অংশের তুলনায় ছোট।





অধিচাপ : 

বৃত্তের পরিধির অর্ধেক অংশের চেয়ে বড় চাপ কে অধিচাপ বলে । চিত্রে AB একটি অধিচাপ । কারণ ইহা পরিধির অর্ধেক অংশের তুলনায় বড়।


কোণ দ্বারা খন্ডিত চাপ: 

যদি একটি কোণ কোন বৃত্তে একটি চাপ খন্ডিত করে তবে,
১। চাপের প্রত্যেক প্রান্তবিন্দু কোণটির বাহুর উপর থাকবে।




২। কোনটির প্রত্যেক বাহুতে চাপটির অন্তত একটি প্রান্তবন্দু থাকবে।
৩। চাপটির অন্তঃস্থ প্রত্যেকটি বিন্দু কোনটির অভ্যন্তরে থাকবে । চিত্রে o কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ㄥAOB দ্বারা খন্ডিত চাপ APB।

No comments:

Post a Comment