Breaking

Wednesday 6 April 2022

1 মৌলিক সংখ্যা নয় কেন ? Why is 1 not prime number ?

 1 মৌলিক সংখ্যা নয় কেন?

উত্তর: যেকোনো সংখ্যা মৌলিক হতে হলে তার দুইটি ভাজক বা গুণনীয়ক থাকতে হয়।



এক্ষেত্রে ভাজক দুইটি হবে 1 এবং ঐ সংখ্যা নিজে । এখানে, 1=1×1 । সুতরাং 1 এর একটি মাত্র গুণনীয়ক  রয়েছে।




তাই 1 মৌলিক সংখ্যা নয়।

No comments:

Post a Comment