Breaking

Wednesday, 6 April 2022

মৌলিক সংখ্যা কাকে বলে । What is prime numbers?

 মৌলিক সংখ্যা কাকে বলে?


উত্তর : 1 ছাড়া যেসকল ধনাত্মক পূর্ণ সংখ্যার 1 এবং ঐ 



সংখ্যা নিজে ব্যতীত অন্য কোন ধনাত্মক ভাজক নেই তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। সুতরাং প্রত্যেক মৌলিক সংখ্যার ভাজকের সংখ্যা 2 টি।

উদাহরণ : 2,3,5 ইত্যাদি।
এখানে, 2=1×2 অর্থাৎ,


2 এর 1 এবং ঐ সংখ্যা (2) ছাড়া অন্য কোন ভাজক বা গুণনীয়ক নেই । তাই 2 একটি মৌলিক সংখ্যা।



একইভাবে 3 ও 5 মৌলিক সংখ্যা।

No comments:

Post a Comment