Breaking

Wednesday, 20 April 2022

bcs written syllabus || বিসিএস লিখিত সিলেবাস

BCS written syllabus pdf download || বিসিএস লিখিত সিলেবাস পিডিএফ ডাউনলোড 

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করা প্রার্থীদের 900 নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হয়। যেখানে গড় পাশের নম্বর 50% ।


মোট 26 টি ক্যাডারকে দুইটি ক্যাটাগরিতে ভাগ করা হয়।1. সাধারণ ক্যাডার  2. কারিগরি বা পেশাগত ক্যাডার । উভয় ক্ষেত্রেই 900 নম্বরের পরীক্ষা দিতে হয়।



এখন, সাধারণ ক্যাডারদের লিখিত পরীক্ষার নম্বর বন্টন হলো : 

1. বাংলা - 200

2. ইংরেজি - 200

3. বাংলাদেশ বিষয়াবলি - 200 


4. আন্তর্জাতিক বিষয়াবলী - 100 

5. গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা - 100 

6. সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি - 100 



কারিগরি বা পেশাগত ক্যাডারদের লিখিত পরীক্ষার নম্বর বন্টন হলো -

1. বাংলা - 100 

2. ইংরেজি - 200

3. বাংলাদেশ বিষয়াবলি - 200


           Download PDF


4. আন্তর্জাতিক বিষয়াবলী - 100 

5. গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা -100

6. পদ সংশ্লিষ্ট বিষয় - 200



         লিখিত পরীক্ষার সিলেবাস পিডিএফ 


লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শেষ ধাপ অর্থাৎ মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। 200 নম্বরের এই পরীক্ষার পাশ নম্বর 50% ।







No comments:

Post a Comment