Breaking

Tuesday 19 April 2022

বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে ? (৪০ তম বিসিএস)

 বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে ?

( 40th bcs)

ক) বিভক্তি।            খ) প্রত্যয়

গ) কারক।           ঘ) অনুসর্গ 

উত্তর : কারক 






ব্যাখ্যা : বিভক্তি = বাক্যের প্রত্যেকটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে বিভক্তি বলে।প্রত্যয় = ধাতু বা শব্দের পরে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাকে প্রত্যয় বলে।


অনুসর্গ = বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে আবার কখনো শব্দ বিভক্তির মতো বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশ করতে সাহায্য করে তাকে অনুসর্গ বলে। যাকে কর্মপ্রবচনীয় শব্দও বলে।




No comments:

Post a Comment