Breaking

Monday 25 April 2022

primary question solution 2022 || 1st step || প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ || part-3

 প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ || ১ম ধাপ

২১। অনির্বচনীয় শব্দটির অর্থ -

(ক) সুনিশ্চিত 
(খ) নির্বাচনযোগ্য নয়
 (গ) বর্ণনাতীত
 (ঘ) অনিশ্চিত
উত্তর: (গ) বর্ণনাতীত


২২। অনুগমন শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?
(ক) সমনের পশ্চাৎ 
(খ) গমনের অভ্র 
(গ) অনুরূপ গমন 
(ঘ) পরস্পর গমন
উত্তর: (ক) গমনের পশ্চাৎ 






২৩। "To break the ice" means,
(ক) to end the hostility 
(খ) to end up partnership you
 (গ) to start quarreling
 (ঘ) to start a conversation
উত্তর: (ঘ) to start a conversation


২৪। মেধাবী' শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?
(ক) মেধা+বিন
 (খ) মেধা+বি
 (গ) মেধাবী
 (ঘ) মেধা+ আধী

উত্তর: (ক) মেধা+বিন


২৫। খনার বচনে প্রাধান্য পেয়েছে
(ক) শিল্প
 (খ) কৃষি
 (গ) সাহিত্য 
(ঘ) বিজ্ঞান

উত্তর : কৃষি


২৬। দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে যোগ করলে অনুপাতটি ২.৩ হয়। সংখ্যা দুটি কী কী?
(ক) ১০ ও ২৪ 
(খ) ১০ ও ১৬
 (গ) ৭ ও ১১
 (ঘ) ১২ ও ১৮

উত্তরঃ ১০ ও ১৬


২৭। ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা?
(ক) ষষ্ঠ
 (খ) সপ্তম
 (গ) চতুর্থ 
(ঘ) পঞ্চম

উত্তর: 


২৮ । The correct spelling is___
(ক) Assignment
 (খ) Assignernent
 (1) Asignment 
(ঘ) Asignmment

উত্তর: (ক) Assignment


২৯। কল কল রবে নদী বইছে। এখানে 'কল কল' কোন অব্যয়?
(ক) সমুচ্চয়ী 
(খ) অনুসর্গ
 (গ) অনস্বী
(ঘ) অনুকার

উত্তর: অনুকার 


৩০। "রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়' কবিতার চরণে কবি কোন রূপসার কথা বলেছেন? 
(ক) রূপসা ডিঙা 
(খ) রূপসী বাংলা
(গ) রূপসা নদী
 (ঘ) গ্রামবাংলার নদী

উত্তর: গ্রামবাংলার নদী 

No comments:

Post a Comment