Primary question solution 2022 || প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ।। part-2
১১। ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%?
(ক) ৫০
(খ) ৬০
(গ) ৭০
(ঘ) ৮০
উত্তর : ৬০
১২। নিচের কোন বাকাটি শুদ্ধ?
(ক) সূর্য পূর্বদিকে উদয়মান হয়।
(খ) সূর্য পূর্বদিকে উদিয়মান হয়।
(গ) সূর্য পূর্বদিকে উদয় হয়।
(ঘ) সূর্য পূর্বদিকে উদিত হয়।
উত্তরঃ সূর্য পূর্বদিকে উদিত হয়
১৩। 0.0001 এর বর্গমূল কোনটি?
(ক) .01
(খ) 1
(গ) .2
(ঘ) .1
উত্তর : .01
১৪। কার্যে বিরতি অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?
(ক) হাত করা
(খ) হাত গুটান
(গ) হাত থাকা
(ঘ) হাত আসা
উত্তরঃ হাত গুটান
১৫। চার অংকের বৃহত্তম সংখ্যা হতে তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?
(ক) ৮৮৯৮
(খ) ৯৮৯৯
(গ) ৯৯৯৯
(ঘ) ৯১৯৯
উত্তর : ৯৮৯৯
১৬। ৭ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গসেমি ?
(ক) ১৯৬
(খ) ৯৮
(গ) ৯৬
(ঘ) ১৯২
উত্তর: (খ) ৯৮
১৭। পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যে শ্যাওলা জন্মে?
(ক) সালফেট ও নাইট্রেট
(খ) ফসফেট ও নাইট্রোজেন
(গ) পটাশিয়াম ও ক্যালসিয়াম
(ঘ) ম্যাগনেশিয়াম ও ফসফরাস
উত্তর: ফসফেট ও নাইট্রোজেন
১৮। আমার ঘরের চাবি পরের হাতে - গানটির রচয়িতা কে?
(ক) লালন শাহ
(খ) হাসন রাজা
(গ) পাগলা কানন
(ঘ) রাধারমণ দত্ত
উত্তর: (ক) লালন শাহ
১৯। একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
(ক) ৪২০
(খ) ১২০০
(গ) ৫০০
(ঘ) ৬০০
উত্তর: (গ) ৫০০
২০। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১ ?
(ক) ৩১
(খ) ৩৯
(গ) ৭১
(ঘ) ৪১
Aaa
উত্তর : ৩১
primary question solution part-3
No comments:
Post a Comment