Breaking

Saturday 4 June 2022

অংক ।। সংখ্যা ।। স্বকীয় মান ।। স্থানীয় মান। সার্থক অঙ্ক

 অংক 

গণনা বা হিসাবনিকাশ এর জন্য যে সকল চিহ্ন বা প্রতীক ব্যবহৃত হয়, তাকে অঙ্ক বলে। যেমন, ১,৫,৮ ইত্যাদি।
গণিতে মোট অংক ১০ টি।যথা- ০,১,২,৩,৪,৫,৬,৭,৮ এবং ৯ । এদের মধ্যে ০ বাদে বাকি ৯ টি অঙ্ককে সার্থক অঙ্ক বলে।

 সংখ্যা

এক বা একাধিক অংক নিয়ে সংখ্যা তৈরি হয়। যেমন, ২,৪৫,৮৯ ইত্যাদি।



স্বকীয় মান 

কোনো অংক একাকী লিখলে যে মান প্রকাশ করে তাকে স্বকীয় মান বা নিজস্ব মান বলে। যেমন, ৫ এর স্বকীয় মান ৫।

স্থানীয় মান

 কয়েকটি অংক পাশাপাশি লিখলে তারা তাদের অবস্থানের জন্য যে মান প্রকাশ করে তাকে স্থানীয় মান বলে।
যেমন, ৭৮৬ সংখ্যাটিতে ৬ এর স্থানীয় মান ৬×১ =৬ (৬ একক)

৮ এর স্থানীয় মান ৮×১০=৮০ (৮ দশক)
৭ এর স্থানীয় মান ৭×১০০=৭০০ (৭ শতক)
সুতরাং, ৭৮৬=৭×১০০+৮×১০+৬×১=৭০০+৮০+৬

[বি.দ্র: একই অংক স্থান পরিবর্তন করলে স্বকীয় মানের কোনো পরিবর্তন হয় না কিন্তু স্থানীয় মান পরিবর্তন হয়]

No comments:

Post a Comment