চাকরির প্রশ্ন ও উত্তর
১। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য ?
( বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী: ১৬)
ক) সনাতন হিন্দু খ) সহজিয়া বৌদ্ধ
গ) জৈন। ঘ) হরিজ
উত্তর : সহজিয়া বৌদ্ধ
২। ছবি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?
ক) সোনার তরী খ) বলাকা
গ) পূরবী ঘ) পুনশ্চ
উত্তর : বলাকা
৩। রায়গুনাকর উপাধি কে লাভ করেন ?
ক) ঈশ্বরগুপ্ত। খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) ভারতচন্দ্র রায়। ঘ) আলাওল
উত্তর : ভারতচন্দ্র রায়
৪। বীরবল ছদ্মনামটি কার?
ক) প্রমথ চৌধুরী
খ) সিরাজুল ইসলাম চৌধুরী
গ) মোতাহার হোসেন চৌধুরী
ঘ) মুনীর চৌধুরী
উত্তর : প্রমথ চৌধুরী
৫। কবর নাটকটি কোন পটভূমিতে লেখা?
ক) মুক্তিযুদ্ধ
খ) ভাষা আন্দোলন
গ) ঊনসত্তরের গণঅভ্যুত্থান
ঘ) স্বৈরাচার বিরোধী আন্দোলন
উত্তর : ভাষা আন্দোলন
৬। বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?
ক) দ্বিজেন্দ্রলাল রায়
খ) রজনীকান্ত সেন
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) অতুশপ্রসাদ সেন
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত
৭। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন___ ?
ক) ১৯০৫
খ) ১৯১৩
গ)১৯২৩
ঘ)১৯২৫
উত্তর: কমেন্টে জানান
৮। কোন দুটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ?
ক) বেলা অবেলা কালবেলা ও ধূসর পাণ্ডুলিপি
ক) বনলতা সেন ও উত্তর ফাল্গুনী
গ) ঝরা পালক ও রাখালী
ঘ) ছাড়পত্র ও বনলতা সেন
উত্তর : বেলা অবেলা কালবেলা ও ধূসর পাণ্ডুলিপি
৯। বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা __ ?
ক) ছয়
খ) সাত
গ) নয়
ঘ) দশ
উত্তর : সাত
১০ । অজিন হচ্ছে ___
ক) সাপের খোলস
খ) হরিণের চামড়া
গ) বাঘের চামড়া
ঘ) কোনটিই নয়
উত্তর : হরিণের চামড়া
প্রতিদিন চাকরির পরীক্ষার প্রশ্ন ও উত্তর দেখুন এই ওয়েবসাইট থেকে।
No comments:
Post a Comment