Breaking

Wednesday 8 June 2022

চাকরির প্রস্তুতি || EP-2 || চাকরির পরীক্ষার প্রশ্ন ও উত্তর

 চাকরির পরীক্ষার প্রশ্ন ও উত্তর

১। আনারস শব্দটি কোন ভাষা থেকে আগত ?
ক) হিন্দি
খ) পর্তুগিজ
গ) উর্দু
ঘ) গ্রিক

উত্তর : পর্তুগিজ

২। সমাস ভাষাকে কী করে ?
ক) সংক্ষেপ করে
খ) বিস্তৃত করে
গ) ভাষারূপ ক্ষুন্ন করে
ঘ) অর্থবোধক করে

উত্তর : সংক্ষেপ করে

৩। সংসপ্তক উপন্যাসের রচয়িতা __
ক) মুনীর চৌধুরী
খ) রশীদ করিম
গ) শওকত ওসমান
ঘ) শহীদুল্লাহ কায়সার

উত্তর : শহীদুল্লাহ কায়সার 



৪। Executive এর পরিভাষা __
ক) ঊর্ধ্বতন কর্মকর্তা
খ) নির্বাহী
গ) সহযোগী
ঘ) ব্যবস্থাপক

উত্তর: নির্বাহী


৫। পদ্মানদীর মাঝি উপন্যাসে অঙ্কিত হয়েছে __
ক) কৃষক জীবন
খ) ধীবর জীবন
গ) বৈশ্য জীবন
ঘ) নারীর জীবন

উত্তর : ধীবর জীবন




৬। অবরোধবাসিনী গ্রন্থটি কার লেখা ?
ক) আশাপূর্ণা দেবী
খ) সুফিয়া কামাল
গ) বেগম রোকেয়া
ঘ) সেলিনা হোসেন

উত্তর : বেগম রোকেয়া


৭। শামসুর রহমান এর প্রথম কাব্যগ্রন্থ __
ক) প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
খ) নিজ বাসভূমে
গ) ‌সোনালী কাবিন
ঘ) লোক লোকান্তর

উত্তর : প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে 


৮। কল্লোল পত্রিকার সম্পাদক __
ক) বুদ্ধদেব বসু
খ) জীবনানন্দ দাশ
গ) প্রেমেন্দ্র মিত্র
ঘ) দীনেশ রঞ্জন দাশ

উত্তর : দীনেশ রঞ্জন দাশ

৯। সৈয়দ মুজতবা আলীর রচনা নয় __
ক) পঞ্চতন্ত্র
খ) পালামৌ
গ) দেশে বিদেশে
ঘ) চাচা কাহিনি

উত্তর : পালামৌ


১০। ক্ষ এর বিশ্লিষ্ট রূপ __
ক) ক+ষ
খ) ক+খ
গ) ক+ষ+ম 
ঘ) হ+ম 

উত্তর : ক+ষ

1 comment:

  1. আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটি পোস্ট পোস্ট দেয়ার জন্য।

    ReplyDelete