Breaking

Saturday 30 July 2022

আলোকের ধর্মের বিবরণ দিন। ( ৩৫ তম বিসিএস লিখিত )

 আলোর ধর্ম

১। আলো এক প্রকার শক্তি।

২। কখনো কখনো আলো তরঙ্গের মতো আবার কখনো কখনো কণার মতো আচরণ করে।

৩। আলো কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যমে সরলপথে চলে।



৪। কোনো নির্দিষ্ট মাধ্যমে আলো নির্দিষ্ট বেগে চলে। শূন্য স্থানে এই বেগ ৩× ১০^৮ মি/সে 

৫। আলো এক ধরনের তড়িতচৌম্বক তরঙ্গ।

৬। আলোর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, বিচ্ছুরণ,সমবর্তন এবং অপবর্তন ঘটে



No comments:

Post a Comment