আলোর বিচ্ছুরণ
সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরণের ফলে সাতটি রঙে আলাদা হয়ে যায়। এই বিভাজনকে আলোর বিচ্ছুরণ বলে। অর্থাৎ যৌগিক আলো কোনো মাধ্যমে প্রতিসরণের ফলে মূল রঙে আলাদা হওয়াকে আলোর বিচ্ছুরণ বলে।
বর্ণালী
যৌগিক আলোকরশ্মি কোনো মাধ্যমে প্রতিসরণের পর মূল রঙের যে সমাবেশ দেখা যায় তাকে বর্ণালী বলা হয়।
সূর্যের আলো সরূ ছিদ্রপথে কাচের প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরিত করা হলে তা বিভক্ত হয়ে রংধনুর মতো সাতটি রঙের সমাবেশ তৈরি করে। এই সমাবেশই মূলত বর্ণালী।
কাচের মধ্য দিয়ে লাল রঙের আলোর দ্রুতি বেগুনি রঙের আলোর দ্রুতির ১.৮ গুণ (প্রায়) । তাই বেগুনি রঙের আলো সবচেয়ে বেশি বাঁকে এবং লাল রঙের আলো সবচেয়ে কম বাঁকে। এভাবে ভিন্ন ভিন্ন আলোর বিচ্যুতি ভিন্ন ভিন্ন হওয়ায় বর্ণালী তৈরি হয় । এক্ষেত্রে আমরা সাতটি বর্ণ : বেগুনি, নীল, আসমানী, সবুজ, হলুদ কমলা ও লাল এর পট্টি দেখতে পাই।
No comments:
Post a Comment