Breaking

Thursday 11 August 2022

ঊর্ধ্বাকাশের বিমান বা পাখির ছায়া মাটিতে পড়ে না কেন ? ।। 258

 ঊর্ধ্বাকাশের বিমান বা পাখির ছায়া মাটিতে পড়ে না কারণ

 ঊর্ধ্বাকাশে সূর্য হলো বৃহৎ আলোক উৎস, পাখি বা বিমান হলো আলোক প্রতিবন্ধক এবং মাটি হলো পর্দা। আলোক উৎসের তুলনায় প্রতিবন্ধক অত্যন্ত ক্ষুদ্র হওয়ায় প্রচ্ছায়া হতে উপচ্ছায়া বড় হয়। 

এছাড়া আলোক উৎস এবং পর্দা প্রতিবন্ধক হতে অনেক দূরে অবস্থান করায় প্রচ্ছায়া শঙ্কুর শীর্ষ মাটি স্পর্শ করে না। তাই ঊর্ধ্বাকাশের বিমান বা পাখির ছায়া মাটিতে পড়ে না।




No comments:

Post a Comment