সূর্য ধ্বংস হওয়ার পরও আরো কিছুক্ষণ সূর্যকে দেখা যাওয়ার কারণ
সূর্য হতে পৃথিবীতে আলো আসতে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড বা 500 সেকেন্ড বা 8.32 মিনিট সময় লাগে। সূর্য ধ্বংস হওয়ার পূর্বমুহুর্তে শেষ যে আলোকরশ্মি সূর্য থেকে নির্গত হয়, সেই রশ্মি পৃথিবীতে এসে পৌঁছতে আরো 500 সেকেন্ড সময় লাগবে।
সূর্য আকাশে না থাকলেও এই 500 সেকেন্ড সময় ধরে আলো পৃথিবীতে আসতে থাকবে। ফলে সূর্য ধ্বংস হওয়ার পরও 500 সেকেন্ড সময় ধরে সূর্য আকাশে দেখা যাবে।
No comments:
Post a Comment