Breaking

Saturday, 13 August 2022

বর্ণালী কি ? ।। 260

 বর্ণালী কী?


যৌগিক আলোকরশ্মি কোন মাধ্যমে প্রতিসরণের পরে মূল রঙগুলোর যে সাজানো সমাবেশ দেখতে পাওয়া যায় তাই বর্ণালি । সূর্যের আলো সরু ছিদ্রপথে কাচের প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরিত হওয়ার সময় তা প্রিজম দ্বারা বিচ্ছুরিত হয়ে রঙধনুর মতো সাত বর্ণের প্রশস্ত ব্যান্ড সৃষ্টি করে। 

সূর্যের আলোর বিচ্ছুরণের ফলে সৃষ্ট বিভিন্ন বর্ণের এ সমাবেশকে বর্ণালি বলে। এক্ষেত্রে বর্ণালি অবিচ্ছিন্ন এবং এতে সব স্পন্দন সংখ্যার আলো থাকে।

কাচের মধ্যে লাল রঙের আলোর দ্রুতি বেগুনি রঙের আলোর দ্রুতির প্রায় ১.৮ গুণ। তাই বেগুনি রঙের আলো সবচেয়ে বেশি এবং লাল রঙের আলো সবচেয়ে কম বাঁকে। ফলে বর্ণালি উৎপন্ন হয়। 



যে কারণে একই মাধ্যমের প্রতিসরাঙ্ক ভিন্ন ভিন্ন রঙের জন্য বিভিন্ন হয়। সুতরাং, বিভিন্ন বর্ণের আলোর জন্য মাধ্যমের প্রতিসরাঙ্কের বিভিন্নতার জন্য বর্ণালি উৎপন্ন হয়।

No comments:

Post a Comment