বর্ণালিকে কতভাগে ভাগ করা যায়
বর্ণালিকে সাধারণভাবে দুইভাগে ভাগ করা যায় :
১. নিঃসরণ বর্ণালি : কোন উত্তপ্ত বস্তু থেকে নিঃসৃত আলোক রশ্মি বিশ্লেষণে যে বর্ণালি উৎপন্ন হয় তাকে নিঃসরণ বর্ণালি বলে।
২. শোষণ বর্ণালি : কোন স্বচ্ছ রঙিন বস্তুকে সাদা আলোর গতিপথে রাখলে সেই বস্তু নিজের বর্ণ ব্যতীত অন্য সকল বর্ণ শোষণ করে, এক্ষেত্রে যে বর্ণালি পাওয়া যায় তাতে কিছু বর্ণ অনুপস্থিত দেখা যায়। এ ধরনের বর্ণালিকে শোষণ বর্ণালি বলে।
No comments:
Post a Comment