Breaking

Monday 15 August 2022

আলোর বিক্ষেপণ কাকে বলে ? বর্ণালীতে কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি ? ।। 267

 আয়নার বিক্ষেপণ

 কোনো আলোক তরঙ্গ কোনো ক্ষুদ্র কণিকার উপর পড়লে তা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, এটিই আলোর বিক্ষেপণ। 

বর্ণালীতে যে রঙের আলোর বিক্ষেপ সবচেয়ে বেশি

আলোর তরঙ্গদৈর্ঘ্য যত বেশি হয় তার বিক্ষেপণ তত কম হবে। বর্ণালিতে বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম হওয়ায় বিক্ষেপণ সবচেয়ে বেশি। আবার লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি ফলে তার বিক্ষেপণ সবচেয়ে কম।



প্রিয় পাঠক আপনার কোন প্রশ্নের উত্তর জানার থাকলে কমেন্টে জানাতে পারেন । প্রতিদিন নতুন নতুন পশ্নে উত্তর দেখতে নিচের থেকে সাইটটি ফলো করে রাখতে পারেন।

No comments:

Post a Comment