Breaking

Monday 15 August 2022

রংধনু বা রামধনু কাকে বলে ? এটা সূর্যের বিপরীত দিকে গঠিত হয় কেন ? ।। 266

 রংধনু বা রামধনু 


বৃষ্টির ফোটায় যখন সূর্যের আলো পড়ে তখন বৃষ্টির ফোঁটা প্রিজমের মতো কাজ করে এবং সূর্যের সাদা আলো বিশ্লিষ্ট হয়ে সূর্যের বিপরীত দিকের আকাশে উজ্জ্বল বর্ণের অর্ধবৃত্ত তৈরি করে। একে রংধনু বা রামধনু বলে।

রংধনু বা রামধনু সূর্যের বিপরীত দিকে গঠিত হওয়ার কারণ

আকাশে ভাসমান মেঘে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণা থাকে। সূর্যের আলো পানিকণার উপর পড়লে সাদা আলো সাতটি বর্ণে বিশ্লিষ্ট হয় এবং তখন আমরা রংধনু দেখতে পাই। 



যেহেতু সূর্য আলোর উৎস এবং আকাশ পর্দা হিসেবে কাজ করে, তাই রংধনু সর্বদা সূর্যের বিপরীত দিকে গঠিত হয়।


প্রিয় পাঠক আপনার কোন প্রশ্নের উত্তর জানার থাকলে কমেন্টে জানাতে পারেন । প্রতিদিন নতুন নতুন পশ্নে উত্তর দেখতে নিচের থেকে সাইটটি ফলো করে রাখতে পারেন।

No comments:

Post a Comment